ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৬ ১৪৩২

২৪ ডিসেম্বর জেএসসি-জেডিসির ফল প্রকাশ

প্রকাশিত : ০২:৩২ পিএম, ১১ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট(জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি)পরীক্ষার ফলাফল আগামী ২৪ ডিসেম্বর প্রকাশ করা হবে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

উল্লেখ্য, গত ১ নভেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয় এবং শেষ হয় ১৫ নভেম্বর।

জেএসসি ও জেডিসিতে সব মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৪ লাখ ১৮ হাজার ৩৮২ জন।পরীক্ষায় অংশ নিয়েছে ২৩ লাখ ৫৩ হাজার ৩৮৭ জন।

এতে মোট অনুপস্থিতি ছিল ৬৪ হাজার ৯৯৫ জন।আর মোট বহিষ্কার হয়েছে ৩৪ জন।

কেআই/