ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪,   বৈশাখ ২৩ ১৪৩১

বাংলাদেশ- ৪১.৩ ওভারে ২০২/৪

বড় সংগ্রহের পথে টাইগাররা

প্রকাশিত : ০৪:০৩ পিএম, ১১ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৫:১৮ পিএম, ১১ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করছে টাইগাররা। শুরুতে উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও মুশফিক-তামিমের দুর্দান্ত সেঞ্চুরি ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা।
এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনার লিটন দাশ দলীয় দ্বিতীয় ওভারে ওশানে থমাসের তৃতীয় বলে গোড়ালিতে গুরুতর চোট পান, পরে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। অন্যদিকে, তৃতীয় উইকেটে নামা ইমরুলও থমাসের পরের ওভারে ব্যক্তিগত শূন্য রানে বিদায় নেন।
পরে মুশফিক-তামিমের দুর্দান্ত পার্টনারশিপে ঘুরে দাঁড়ায় টিম বাংলাদেশ। দু`জনই তুলে নেন অর্ধ-শতক। তবে ক্যারিয়ারের ৪৩তম হাফসেঞ্চুরির পর দেবেন্দ্র বিশুর বলে বিদায় নেন টাইগার ওপেনার তামিম। ৬৩ বলে ৪টি চার ও একটি ছক্কায় বরাবর ৫০ রান করেন তিনি।
এরপর দলীয় ১৩২ রানে উইন্ডিজ পেসার ওশানে থমাসের বলে উইন্ডিজ উইকেটরক্ষক শাই হোপের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন টানা দুই ম্যাচে ফিফটি তুলে নেওয়া মুশফিকুর রহিম। আউট হওয়ার আগে ৮০ বল খেলে ৫ চারে ৬২ রানের ইনিংস খেলেছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। রানে বিদায় নেন তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ- ৪১.৩ ওভারে ২০২/৪।

বাংলাদেশ একাদশ :
তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
এসএ/