ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪,   বৈশাখ ২২ ১৪৩১

মাদারীপুরে দুই পুলিশ হত্যা

ডাকাত দলের ২০ সদস্যের যাবজ্জীবন

প্রকাশিত : ০২:১৭ পিএম, ১২ ডিসেম্বর ২০১৮ বুধবার

মাদারীপুর জেলার রাজৈর থানায় জেলা স্পেশাল ব্রাঞ্চের (এসবি) দুই পুলিশ সদস্যকে সর্বহারা ডাকাত দলের সদস্য কর্তৃক হত্যার পর লাশ টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেওয়ার মামলার রায় হয়েছে আজ বুধবার। দীর্ঘ ১৩ বছর আইনি প্রক্রিয়ার পর এ রায় দেওয়া হলো।
রায়ে ২০ জনকে যাবজ্জীবন দণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের দণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৬ জনকে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল। ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মনির কামাল এ রায় ঘোষণা করেন।
নিহত ওই দুই পুলিশ সদস্যের নাম এসআই মো. আবুল হাসনাইন আজম খান ও মো. কামরুল আলম খান ঠাকুর। তারা মাদারীপুর জেলায় ডিএসবির ডিআইও ও প্রধান সহকারী হিসেবে কর্মরত ছিলেন। ২০০৫ সালের ৩ এপ্রিল তারা কর্মরত অবস্থায় সর্বহারা ডাকাত দলের সদস্য কর্তৃক খুন হন।
এসএ/