ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

পল্টনে পুলিশের শটগানের গুলিতে রিকশাচালক আহত

প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৭:৩৭ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৬ মঙ্গলবার

ঢাকার পল্টনে মঙ্গলবার দুপুর বেলা পুলিশের শটগানের গুলিতে এক রিকশাচালক আহত হয়েছেন। তবে অসাবধানতার কারণে গুলি বেরিয়ে গিয়েছিল বলে দাবি করা হচ্ছে। মঙ্গলবার বিকালে পল্টন মোড় দিয়ে রিকশা চালিয়ে যাওয়ার সময় হঠাৎ  পুলিশের গুলিতে আহত হন রিকশা চালক হানিফ। তার হাতে, পিঠে এবং কোমরে চারটি গুলি লাগে। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। পুলিশের গুলিতে আহত হানিফের বাড়ি কুমিল্লায়। তিনি রাজধানীর যাত্রাবাড়ীর মীরহাজারিবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।