ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪,   বৈশাখ ২১ ১৪৩১

ভোট কেন্দ্রের ভেতরে সরাসরি সম্প্রচার করা যাবে: সিইসি

প্রকাশিত : ০৪:৪৩ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ০২:০৫ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

নির্বাচনের দিন ভোট কেন্দ্রের ভেরতে সরাসরি সম্প্রচার করা যাবে কিন্তু ভোট গ্রহণ কক্ষের ভেতর থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না বলে মন্তব্য করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

আজ শনিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সস্মেলনে তিনি এমন্তব্য করেন। তিনি বলেন  ভোট কক্ষে সরাসরি সম্প্রচার করতে পারবেন সাংবাদিকরা তবে ছবি তোলতে পারবেন।

তিনি জানান, ভোট কক্ষে প্রবেশাধিকার সীমিত থাকবে। বিদেশি পর্যবেক্ষণরাও বেশিক্ষন ভোট কক্ষে অবস্থান করতে পারে না ।

তিনি বলেন, নির্বাচন কেন্দ্রে থাকবেন প্রিজাইডিং অফিসার। মনিটরিংয়ে রিটার্নিং অফিসার। সমগ্র নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সব বাহিনী থাকবেন। তারা রিটার্নিং ও প্রিজাইডিং অফিসারদের অবস্থা দেখবেন। তাদের সাহায্য সহযোগিতা চাওয়া মাত্র করতে হবে। নির্বাচন সুষ্ঠুভাবে উঠিয়ে আনার দায়িত্ব সকলের।

পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন ও কৌশল অবলম্বন করতে হবে। সব গোয়েন্দা সংস্থাকে সক্রিয় ও নজরদারি অব্যাহত রাখতে হবে।

টিআর/