ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

ক্রীড়া ব্যক্তিত্বরা নির্বাচনি প্রচারণায় ব্যস্ত

প্রকাশিত : ১০:৪৭ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ১০:৫৫ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৮ শনিবার

নিজ নিজ সংসদীয় এলাকায় প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান, বাফুফের দুই সহ সভাপতি সালাম মুর্শেদী ও কাজী নাবিল আহমেদ। তবে, ওয়ানডে সিরিজ শেষে এখনও নির্বাচনি প্রচারণায় যোগ দেননি ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। 

আপাতত ক্রিকেট মাঠ ছেড়ে মাশরাফির মনোসংযোগের পুরোটা রাজনীতির মাঠে। সপ্তাহ দুই পরই জাতীয় নির্বাচন, নড়াইল-২ আসনে আওয়ামী লিগের প্রার্থী মাশরাফি। সিরিজ শেষে এখনও যোগ দেননি আনুষ্ঠানিক প্রচারণায়, তবে থেমে নেই নড়াইলবাসী। তার হয়ে িএলাকাবাসী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রচারপত্র বিতরণ, গণসংযোগ, বৈঠক সবখানে সরব উপস্থিতি সালাম মুর্শেদীর। 

ক্রিকেটীয় ব্যস্ততার মাঝে নিজ নির্বাচনি এলাকা কিশোরগঞ্জ-৬-এ প্রচারণা চালাচ্ছেন ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান। ভৈরব -কুলিয়ারচরের ভোটের মাঠে নাজমুল হাসানের সঙ্গী স্থানীয় নেতৃবৃন্দ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট চান নাজমুল হাসান। তিনি এখন বেশ ব্যস্ত সময় পার করছেন।

 

এসএইচ/