ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪,   বৈশাখ ১৯ ১৪৩১

পদত্যাগ করছেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১০:৩৮ এএম, ১৬ ডিসেম্বর ২০১৮ রবিবার

মার্কিন স্বারাষ্ট্রমন্ত্রী রায়ান জিংক পদত্যাগ করতে যাচ্ছেন। শনিবার এক টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় তিনি চলতি বছরের শেষদিকে স্বরাষ্ট্রমন্ত্রী রায়ান জিংকের পদ ছাড়ার কথাও জানান।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘দুই বছর দায়িত্ব পালনের পর চলতি বছরের শেষে পদ ছাড়বেন স্বরাষ্ট্রমন্ত্রী রায়ান জিংক। তিনি তার মেয়াদকালে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দেশের জন্য তার সেবার কারণে আমি তাকে ধন্যবাদ জানাতে চাই।’

ট্রাম্প এ সময় আগামী সপ্তাহের মধ্যে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ দেওয়ার কথাও জানান।

রায়ান জিংকে মন্টানা থেকে নির্বাচিত এ রিপাবলিকান সিনেটর ও মার্কিন নৌ-বাহিনীর সাবেক কর্মকর্তা। গত বছর মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান তিনি। তার বিরুদ্ধে নিরাপত্তা ইস্যু, চার্টাড ফ্লাইট ও একটি রিয়েল এস্টেট চুক্তিকে ব্যবহার করার অভিযোগ রয়েছে। তবে তিনি কি করণে পদত্যাগ করছেন এ বিষয়ে এখনো জানা যায়নি। 

তথ্যসূত্র: বিবিসি

 এমএইচ/