ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অবস্থার অনেক উন্নতি হয়েছে- প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৭:০৭ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ শনিবার | আপডেট: ১১:৩০ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ শনিবার

নারীর ক্ষমতায়নে দেশে অনেক অগ্রগতি হয়েছে উল্লেখ করে ঘরের কাজে নারীদের সহযোগিতা করতে পুরুষদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিসিএস উইমেন নেটওয়ার্কের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী আরো বলেন, নারীর উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। এ’সময় জঙ্গি- সন্ত্রাসবাদ রোধে নারী কর্মকর্তাদের সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। দেশের অগ্রগতির সঙ্গে সঙ্গে নারীর ক্ষমতায়নও যে বাড়ছে, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশের এই প্রশাসনিক নারী কর্মকর্তাদের দেখলে তা সহজেই বোঝা যায়। নারী কর্মকর্তাদের নেটওয়ার্কের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের প্রশংসা করে নারীর ক্ষমতায়নে তার সরকারের ভূমিকা তুলে ধরেন। বলেন, নারীর অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। তবে, পুরুষতান্ত্রিক মানসিকতার প্রাধান্য এখনো আমাদের সমাজে বিদ্যমান উল্লেখ করে তা দূর করার আহবান জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতা নয়, দেশের মানুষের কল্যাণে কাজ করাই তার জীবনের লক্ষ্য। দেশে যাতে জঙ্গীবাদ- সন্ত্রাসবাদের সৃষ্টি হতে না পারে সেদিকে লক্ষ্য রাখার পাশাপাশি নির্বাচিত স্থানীয় নারী প্রতিনিধিদের সহযোগিতা করতে প্রশাসনের এসব পদস্থ নারী কর্মকর্তাদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।