ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৪ ১৪৩২

জলবায়ু চুক্তি বাস্তবায়নে ২০০ দেশের সম্মতি

প্রকাশিত : ০৯:২১ এএম, ১৭ ডিসেম্বর ২০১৮ সোমবার | আপডেট: ০৩:১৮ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮ সোমবার

জলবায়ু পরিবর্তন রোধে ব্যবস্থা নিতে ২০১৫ সালে প্যারিসে স্বাক্ষরিত জলবায়ু চুক্তি বাস্তবায়নে একমত হয়েছে বিশ্বের প্রায় ২০০ দেশ। পোল্যান্ডের কাতোভিসে জলবায়ু সম্মেলনে সপ্তাহ দুই ধরে চলা ম্যারাথন আলোচনার পর শনিবার রাতে দেশগুলোর মন্ত্রীরা ১৫৬ পৃষ্ঠার নীতিমালায় (রুলবুক) সম্মত হন। আগামী ২০২০ সালের মধ্যে এ চুক্তি বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সমঝোতা করেছেন তারা।

জলবায়ু সম্মেলনে উপস্থিত প্রতিনিধিরাও মনে করেন, প্যারিস চুক্তিতে থাকা কার্বন নিঃসরণের প্রতিশ্রুতি পূরণে এ পরিকল্পনা সহায়ক হবে।

২০১৫ সালে প্যারিসে স্বাক্ষরিত ওই জলবায়ু চুক্তিতে বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধি প্রাক-শিল্পায়ন যুগের পর্যায়ে অর্থাৎ ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে বিশ্বনেতারা একমত হয়েছিলেন।

গত বছরের জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশকে চুক্তিটি থেকে সরিয়ে নেয়ার ঘোষণা দেন। এরপর নানা ধরনের বিরোধে চুক্তি বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়ে।

জলবায়ু পরিবর্তনে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব না হলে তাপমাত্রা বেড়ে মেরু অঞ্চলের সব বরফ গলে যাবে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে বিশ্বের বহু নিচু দেশ ডুবে যাবে।

আরকে//