ঢাকা, মঙ্গলবার   ১০ সেপ্টেম্বর ২০২৪,   ভাদ্র ২৫ ১৪৩১

ঈদ যাত্রায় সারাদেশের ১৯৩টি সড়ক দুর্ঘটনায় ২৪৮ জন নিহত

প্রকাশিত : ০১:১৭ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৬ বুধবার | আপডেট: ০১:১৭ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৬ বুধবার

ঈদ যাত্রায় সারাদেশের ১৯৩টি সড়ক দুর্ঘটনায় ২৪৮ জন নিহত হয়েছে। বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়। গত ৭ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে এসব দুর্ঘটনা ঘটেছে। একই সময়ে আটটি নৌ-দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১০ জন। আর ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে সাতজন। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মহাসড়কের ব্যবস্থাপনা ঠিক না হওয়ায় দুর্ঘটনা বেড়েছে। এছাড়া অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, ওভার টেকিং, সড়কে বিভাজক না থাকা, ট্রাফিক আইন না মানাসহ বিভিন্ন কারণে এসব দুর্ঘটনা ঘটছে বলেও জানান বক্তারা।