আজ সুপ্রিম কোর্ট দিবস
প্রকাশিত : ০৮:৪০ এএম, ১৮ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১১:৩৪ এএম, ১৮ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস আজ মঙ্গলবার। বাংলাদেশের সংবিধান অনুযায়ী ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর উচ্চ আদালতের কার্যক্রম শুরু হয়েছিল। স্বাধীনতার ৪৭ বছর পর সেই দিনেই বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস পালন করা হচ্ছে।
দিবসটি উপলক্ষে সুপ্রিম কোর্ট প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। সুপ্রিম কোর্ট দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও বিকেল ৩টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সুপ্রিম কোর্ট জাজেজ স্পোর্টস কমপ্লেক্স প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক, উভয় বিভাগের বিচারপতি ও আইনজীবীরা উপস্থিত থাকবেন।
এসএ/