ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪,   বৈশাখ ২৩ ১৪৩১

সারাদেশে ১০১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত : ০২:১০ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৪:২৮ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ঢাকাসহ সারাদেশে ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তারাও মাঠপর্যায়ে কাজ করবে।

মঙ্গলবার সকাল থেকে দেশজুড়ে বিজিবি সদস্যরা অবস্থান শুরু করেন। বিজিবির জনসংযোগ বিভাগে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচন অনুষ্ঠানের দায়িত্বপালনকারী নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা মোতাবেক বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ মঙ্গলবারের মধ্যেই ঢাকাসহ সারাদেশে ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন কার্যক্রম সম্পন্ন করা হবে।

সূত্র আরও জানায়, বিজিবির এ সব সদস্য নির্বাচনী এলাকায় টহল দেবে। যে কোনও ধরণের নির্বাচনী সংঘাত ও সহিংসতা রোধে ব্যবস্থা নেবে তারা।

নির্বাচন কমিশন সূত্র জানায়, আগামী ২৪ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত সারাদেশে সেনাবাহিনী মোতায়েন থাকবে।

একে//