বিএনপির ইশতেহার বছরের সেরা ‘কৌতুক’ : ওবায়দুল কাদের
প্রকাশিত : ০৭:১৩ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৭:১৯ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপি যে ইশতেহার দিয়েছে তা বছরের সেরা কৌতুক বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রামের একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
দলটির সাধারণ সম্পাদক বলেন, বিএনপির ইশতেহার প্রতিশ্রুতির রঙিন বেলুন। যদি তারা ক্ষমতায় আসে সঙ্গে সঙ্গেই চুপসে যাবে। এসব প্রতিশ্রুতি রক্ষা করার কোনো বাস্তবতা নেই।
ওবায়দুল কাদের আরও বলেন, এগুলো নির্বাচনে জেতার জন্য কতগুলো অবাস্তব এবং অলৌকিক স্বপ্ন তুলে ধরছে,যার কোন বাস্তবতা নেই। এ সময় তিনি বিএনপির নির্বাচনের ইশতেহারকে এ বছরের সেরা কৌতুক হিসেবেও আখ্যায়িত করেন।
এ সময় রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
টিআর/