ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪,   বৈশাখ ২৪ ১৪৩১

কমিশনের দায়িত্ব নির্বাচনকে সুষ্ঠু করা: মিলার

প্রকাশিত : ০৫:০৩ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৮ বুধবার | আপডেট: ০৫:১৬ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৮ বুধবার

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের নতুন রাষ্ট্রদূত আর্ল বরার্ট মিলার বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব ধরণের সহিংসতা পরিহার করে নির্বাচনি পদ্ধতি সুষ্ঠু রাখা নির্বাচন কমিশনের (ইসি) দায়িত্ব।

বুধবার (১৯ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমকর্মীদের এ সব কথা বলেন। এর আগে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতসহ ৩৫টি দেশের কূটনৈতিকদের সঙ্গে রাজধানীর অভিজাত একটি হোটেলে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে রাষ্ট্রদূত আর্ল বরার্ট মিলার বলেন, নির্বাচন পদ্ধতি সুষ্ঠু রাখার দায়িত্ব নির্বাচন কমিশনের। এর আগে আমি আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করেছি, বিএনপির সঙ্গে বৈঠক করেছি। আমার একই কথা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন পদ্ধতি সুষ্ঠু রাখতে হবে, সহিংসতা পরিহার করতে হবে।

আরকে//