ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫,   আষাঢ় ৩০ ১৪৩২

শীতে কাঁপছে দেশ

প্রকাশিত : ০১:০১ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

সারাদেশেই জেকে বসেছে শীত। তীব্র ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। ঘূর্নিঝড় ফেথাইয়ের প্রভাবে দুইদিনের বৃষ্টির পর হঠাৎ শীত পড়ায় কষ্টে আছেন ছিন্নমূল মানুষেরা। হাসপাতালগুলোতেও বাড়ছে ঠান্ডা জনিত রোগির সংখ্যা।

বেড়েছে শীতের প্রকোপ। কনকনে শীত আর হিম বাতাসে বিপর্যস্ত উত্তরের জেলা নীলফামারী। ঘন কুয়াশার কারণে সুর্যের দেখা মিলছে না দিনভর। খড় কুটো জ¦ালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন শীতার্তরা।

তাপমাত্রা ওঠানামা করছে ১৫-২০ডিগ্রি সেলসিয়াসে। ঘর থেকে বের হতে না পারায় কাজে যেতে পারছেন না শ্রমিকরা। কুয়াশার কারণে দিনেও যানবাহন চলছে হেডলাইট জ¦ালিয়ে।

শীত জেকে বসায় নানা রোগে আক্রান্ত হচ্ছে বিভিন্ন বয়সী মানুষ।

ঠাকুরগাঁওয়ে ঠান্ডাজনিত অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে রোগীরা। গত ২৪ ঘণ্টায় ১৪০ টি শিশু ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

এই শীতে অভিভাবকদের সর্তক থাকার পরার্মশ বিশেষজ্ঞদের।

পারদ নামায় দেশের বিভিন্ন জেলায় শীতবস্ত্রের অভাবে কষ্টে আছেন ছিন্নমূল মানুষেরা।