ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

ফরিদপুরের এডিসিকে প্রত্যাহার

প্রকাশিত : ০৩:০৪ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৩:০৮ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মোহাম্মদ সাইফুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ১০দিন আগে থাকে প্রত্যাহার করা হলো। ইতোমধ্যে নির্বাচন কমিশনের নির্দেশে এই আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এদিকে কৃষি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. লিয়াকত আলীকে ফরিদপুরের এডিসি করা হয়েছে।

জ্যেষ্ঠ সহকারী সচিব পদর্যাদার এই কর্মকর্তাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। নির্বাচন কমিশন সূত্র জানায়, সাইফুল হাসানের বাবা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী। তাই তাকে এডিসির পদ থেকে প্রত্যাহার করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠায় ইসি।

এছাড়া ঢাকার রমনা, নোয়াখালীর সোনাইমুড়ি ও ঠাকুরগাঁও সদর, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে ইসি। তবে গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হলেও বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তাকে প্রত্যাহার করা হয়নি।

 

টিআর/