ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

`যুক্তরাষ্ট্র পরমাণু যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে’

প্রকাশিত : ১১:০২ এএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার হুমকি দিয়ে পরমাণু যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে তুলেছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার বার্ষিক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট পুতিন এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমেরিকা যদি ইন্টারমিডিয়েট নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি বা আইএনএফ থেকে সরে যায় তাহলে কী পরিস্থিতি সৃষ্টি হবে তা কল্পনা করাও কঠিন।’

১৯৮৭ সালে সই হওয়া এ চুক্তি একতরফাভাবে বাতিল করবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা দিয়েছেন। চুক্তির আওতায় দু পক্ষ ইউরোপের মাটিতে স্বল্প ও মধ্যমপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র মোতায়েন না করার প্রতিশ্রুতি দিয়েছিল।

এ প্রসঙ্গে পুতিন বলেন, ‘আমেরিকা যদি চুক্তি থেকে সরে গিয়ে এসব ক্ষেপণাস্ত্র ইউরোপে মোতায়েন করে তাহলে আমাদের করণীয় কী হবে? অবশ্যই আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

নতুন স্টার্ট চুক্তি সম্পর্কে পুতিন বলেন, এর মেয়াদ শেষ হবে ২০২১ সালে কিন্তু বিষয়টি নিয়ে আমেরিকা এখনো কোনো আলোচনা শুরু করে নি। তাদের যদি এ নিয়ে আলোচনার দরকার না থাকে তাহলে ঠিক আছে, আমরা আমাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করব এবং এটা কীভাবে করতে হয় তাও আমাদের জানা আছে।’

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/