‘হাসিনা : অ্যা ডটার্স টেল’ আজ দেখানো হবে জামালখানে
প্রকাশিত : ১২:০৭ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত ডকুড্রামা ‘হাসিনা : অ্যা ডটার্স টেল’ দেখানো হবে এলইডি জায়ান্ট পর্দায়।
শুক্রবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা, সন্ধ্যা সাড়ে ৭টা এবং রাত সাড়ে ৯টায় জামালখানের ড. এম এ হাসেম চত্বরে দশ হাজার মানুষের উপস্থিতিতে এই ডকুড্রামা দেখানো হবে।
জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন জানান, ডকুড্রামা প্রদর্শন কার্যক্রম উদ্বোধন করবেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন।
এসময় চট্টগ্রাম ৯ আসনে নৌকার প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এছাড়া মহানগর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন।
আরকে//