ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

আকাশে ভেসে এল অন্য গ্রহের যান?

প্রকাশিত : ০৩:১১ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

আকাশে ভেসে এল অজানা উড়ন্ত বস্তু। যার বিশ্বপ্রসিদ্ধ নাম ইউএফও। পুরো কথায় ‘আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট’। অন্য গ্রহ থেকে ভেসে আসা মহাকাশযান। সেই পাঁচের দশক থেকে মূলত যার রমরমা। মাঝেমধ্যেই এই যানগুলোর উড়ে আসার খবর ছড়ায়। অনেক সময়ই ছবিও মেলে। ভিডিও-ও। তবু এই নিয়ে বিতর্ক রয়েই গেছে। সত্যি সত্যি কি অন্য গ্রহ থেকে উড়ে আসে ভিন গ্রহের যান? উত্তর মেলেনি গত কয়েক দশকে। এরই মধ্যে আবারও জানা গেল গুগল ম্যাপ ফ্লোরিডার আকাশে খুঁজে পাওয়া গেছে এক রহস্যময় যান।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ডিম্বাকার ওই বস্তুটি নানা রকম রঙে রাঙানো। আকৃতি ডিম্বাকৃতি। মেঘের মধ্যে মিশে রয়েছে তার খানিক অংশ।

সত্যিই কি ওই যান অন্য গ্রহের? তর্ক চলছেই। কারও কারও দাবি, ওটা একটা তৈরি করা ছবি। গুগল স্ট্রিট ভিউ থেকে সিঙ্গল শটে তুলে ফেলা কোনও দ্রুত গতির প্রজাপতিকেই ইউএফও বলে চালানো হচ্ছে।

ভিন গ্রহের যান নিয়ে বিতর্ক আজকের নয়। ভূত আছে না নেই, সেই তর্কের মতো এই তর্কও রয়ে গেছে চিরকালীন হয়ে। সেই তর্কে নতুন অধ্যায় তৈরি হল ফ্লোরিডায়।

সূত্র: এবেলা

একে//