চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ৩০ কেজি স্বর্ণসহ আটক ১
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত : ০৬:০৯ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার | আপডেট: ০৬:১২ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা গ্রাম থেকে ভারতে পাচারের সময় ৩০ কেজি ১৫৫ গ্রাম স্বর্ণসহ মোটর সাইকেল আরোহী এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।
শুক্রবার বেলা ১১ টায় বিজিবির বিশেষ টহল দল অভিযান চালায়।
আটক ব্যক্তি হলেন, জীবননগর উপজেলার মৃগমারী গ্রামের মুনসুর আলীর ছেলে আনোয়ারুল ইসলাম (৩৪)। বিকাল তিনটায় বিজিবি-৬ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বিজিবি-৬ ব্যাটলিয়নের পরিচালক লে.কর্ণেল ইমাম হাসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা মোটরসাইকেল আরোহী আনোয়ারুল ইসলামকে আটক করে।
এ সময় তার মোটর সাইকেলের টুল বক্স থেকে ২৬০ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৩০ কেজি ১৫৫ গ্রাম । এর বাজার মূল্য আনুমানিক ১২ কোটি টাকা।
বিজিবি’র এই কর্মকর্তা জানান, আটক স্বর্ণগুলো ট্রেজারীতে জমা এবং দামুড়হুদা থানায় মামলা দায়ের করা হবে।
কেআই/এসি