ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ২ ১৪৩১

সিরাজগঞ্জে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রীর জামাতা

প্রকাশিত : ০২:৪৬ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জামাতা কম্পিউটার ইঞ্জিনিয়ার খন্দকার মাশরুর হোসেন মিতু বলেছেন, যারা দেশের উন্নয়ন করেছে, দেশ যাদের কাছে নিরাপদ, আগামী নির্বাচনে তাদেরই ভোট দিতে হবে। আর দেশের অগ্রযাত্রায় স্বাধীনতার প্রতীক নৌকা ও শেখ হাসিনাই সে ক্ষেত্রে যোগ্য বলে মনে করেন মিতু।

শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপানে পৌর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এ সময় তিনি বলেন, সিরাজগঞ্জের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার লক্ষ্যে হাবিবে মিল্লাত মুন্নাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানাচ্ছি।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, যারা এখনও ভোটের মাঠে নামেনি। ব্যানার-পোস্টার লাগায়নি। তার কি নাশকতার মাধ্যমে ভোট নিতে চায়। সে কাজ এই বাংলাদেশে আর সম্ভব নয়। বাংলার মানুষ এখন অনেক সচেতন, ভোটের মাধ্যমেই তাদের প্রতিহত করবে।

এ সময় পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, পৌরমেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানীউল হক দানী মোল্লা উপস্থিত ছিলেন।

একে//