ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫,   আষাঢ় ৩০ ১৪৩২

আমজাদ হোসেনের দাফন পারিবারিক কবরস্তানে(ভিডিও)

প্রকাশিত : ০৫:২২ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার

শোক-শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হলেন বরেণ্য অভিনেতা ও পরিচালক আমজাদ হোসেন। কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলে ফুলে ভরে ওঠে তাঁর কফিন। সশ্রদ্ধচিত্তে অনুকরণীয় এই শিল্পীকে স্মরণ করেন সর্বস্তরের মানুষ। জামালপুরে পারিবারিক কবরস্তানে তাঁকে দাফন করা হবে।

চলচ্চিত্র আর নাটকের অভিনয় ও পরিচালনার কিংবদন্তি আমজাদ হোসেন। প্রিয় এই মানুষটিকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভক্ত-অনুরাগীদের ভিড়। আছেন সংস্কৃতি জগতের কলা-কুশলীরাও।

শ্রদ্ধা শেষে গুণী এই শিল্পীকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন অভিনয়জগতের সহকর্মীরা।

আমজাদ হোসেনের শূন্যতা পূরণ হওয়ার নয় বলে মনে করেন সংস্কৃতি অঙ্গনের পুরোধারা।

বাবার স্মৃতি স্মরণ করে কান্নায় ভেঙ্গে পড়েন সোহেল আরমান।

শহীদ মিনার থেকে শক্তিশালী এই অভিনেতাকে জানাজার জন্য নেয়া হয় প্রিয় কর্মস্থল এফডিসিতে।

১৪ ডিসেম্বর ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে মারা যান ‘গোলাপি এখন ট্রেনে’, ‘কসাই’, ‘ভাত দে’র মতো অসংখ্য চলচ্চিত্রের নির্মাতা আমজাদ হোসেন।