ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

জনগণের ভালোবাসায় সিক্ত হলেন মাশরাফি

প্রকাশিত : ১০:৩৭ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার

 

জনগণের ভালোবাসায় সিক্ত হলেন নড়াইল-২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শনিবার (২২ ডিসেম্বর) দুপুর ২টায় নড়াইলের লোহাগড়া উপজেলার প্রবেশদ্বার কালনাঘাটে গণসংযোগ করেন তিনি।

এ সময় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নৌকাযোগে কালনাঘাটের মধুমতি নদী পার হন। এর আগে সকাল থেকে হাজার হাজার নেতাকর্মী নদীপাড়ে অপেক্ষায় ছিলেন। ‘নড়াইল এক্সপ্রেস’ মাশরাফিকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন বিভিন্ন পেশার মানুষ।

প্রচন্ড ভিড়ের মধ্যে কালনাঘাটের মঞ্চে পৌঁছাতে মাশরাফিসহ সবাইকে হিমশিম খেতে হয়।

নেতা কর্মীদের উদ্দেশ্যে মাশরাফি বলেন, নৌকা আমার প্রতীক। আপনারা আমাকে যোগ্য মনে করলে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন। আমাকে মনোনয়ন দিয়ে আপনাদের কাছে আসার সুযোগ করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।

এদিকে নড়াইল শহর থেকে লোহাগড়া কালনাঘাট পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার সড়কের দুই পাশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিশু-কিশোর, নারী-পুরুষসহ সব পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভক্তদের ভালোবাসায় প্রচন্ড ভিড়ের কারণে শনিবার সন্ধ্যা পর্যন্ত মাশরাফির গাড়িবহর নড়াইল শহরে পৌঁছাতে পারেনি।

এ সময় মাশরাফির সাথে ছিলেন, তার বাবা গোলাম মুর্তজা স্বপন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিকদার আব্দুল হান্নান রুনু,সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমির লিটু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নড়াইল পৌর সভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, লোহাগড়া পৌরসভার মেয়র আশরাফুল আলম, আমাদা আদর্শ কলেজের অধ্যক্ষ আল ফয়সাল খান, জেলা ছাত্রলীগের সভাপতি আশরাফুজ্জামান মুকুল, সাধারণ সম্পাদক নিলয় রায় বাঁধন, লোহাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিকদার নজরুল ইসলাম, যুবলীগ নেতা সদর উদ্দিন শামীম, মুন্সী শাহীন আহম্মেদ, মাসুম প্রমুখ। দলীয় নেতারা মাশরাফিকে বিজয়ী করার ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করেন।

কেআই/