ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৩ ১৪৩২

আচারণবিধি ভঙ্গকারী যে দলেরই হোক ব্যবস্থা নেয়া হচ্ছে: সিইসি

প্রকাশিত : ১০:৫৮ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ০৯:৪১ এএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রবিবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় সরকারি দল আচরণবিধি `ভঙ্গ করছে না` বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি বলেন, সরকারি দল আচরণবিধি ভঙ্গ করছে না। কেউ আচারণবিধি ভঙ্গ করলে, তিনি যে দলেরই হন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।`

ময়মনসিংহ শহরের তারেক স্মৃতি অডিটোরিয়ামে শনিবার বিকেলে ময়মনসিংহ বিভাগের মাঠ পর্যায়ের নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে নির্বাচন সুষ্ঠু হবে— এমন মন্তব্য করে তিনি বলেন, `দেশে এখন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। নির্বাচনকে ঘিরে মানুষের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। ২৪ তারিখ থেকে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে। নির্বাচনের পরিবেশ অনুকূলে রাখার জন্য নির্বাচনের আগে ও পরে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে।`

আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়ে সিইসি বলেন, ভোটে সহিংসতা ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন করে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই। বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখতে ২৫ ডিসেম্বর থেকে নির্বাচনী তদন্ত কমিটি থাকবে।

নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, `সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে ও পেশাদারিত্বের ভিত্তিতে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নিরপেক্ষতা বজায় রেখে যতটুকু করা দরকার ততটুকু করতে হবে। ভোটারদের আস্থার জায়গায় আপনাদের থাকতে হবে। তারা যেন নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারে।`

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ, ঘাটাইল এরিয়া কমান্ডার ও জেনারেল অফিসার কমান্ডিং ১৯ পদাতিক ডিভিশনের মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. সুভাষ চন্দ্র বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

আরকে//