ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা (ভিডিও)
প্রকাশিত : ১০:৫২ এএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রবিবার | আপডেট: ১১:৩০ এএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রবিবার

নিলফামারী জেলার চারটি আসনে জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন মহাজোট, ঐক্যফ্রন্ট, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্রের ২২ প্রার্থী। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।
নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন নীলফামারীর মহাজোট প্রার্থীরা। সরকারের দশ বছরের উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্র“তি।
জয়ের আশাবাদ ব্যক্ত করে নির্বাচনী প্রচারণায় নেমেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর।
এদিকে, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী ঐক্যফ্রন্টের প্রার্থীরা।
নীলফামারী- ০১ আসনে বেগম খালেদা জিয়ার ভগ্নিপতি অধ্যাপক রফিকুল ইসলাম ধানের শীষে ভোট চেয়ে চালাচ্ছেন প্রচারণা।
এছাড়া স্বতন্ত্র প্রার্থীরাও দিচ্ছেন নানান প্রতিশ্র“তি।
নীলফামারী জেলায় ভোটার রয়েছে ১২লাখ ৯২হাজার ৩৮২জন।
এসএ/