ময়মনসিংহে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন (ভিডিও)
প্রকাশিত : ১০:৫৩ এএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রবিবার | আপডেট: ১১:২৬ এএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রবিবার

ময়মনসিংহের পুরনো ব্রহ্মপুত্র নদে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। আবাসিক এলাকায় গড়ে তোলা হয়েছে বালু মহাল। অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে একদিকে যেমন শহর রক্ষা বাঁধ হুমকির মুখে, অন্যদিকে দুর্ভোগ বেড়েছে স্থানীয় বাসিন্দাদের।
পুলিশ লাইনের পেছনে পুরনো ব্রহ্মপুত্র নদে এভাবেই দিনরাত চলছে বালু উত্তোলন। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহল শহরের উত্তরা মডেল আবাসিক এলাকায় গড়ে তুলেছে বালু মহাল। প্রতিদিন শতাধিক ট্রাক বালু পরিবহন করায় আশপাশের বাসিন্দারা পড়েছেন চরম দুর্ভোগে।
এদিকে, অবৈধ ড্রেজার বসিয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে হুমকির মুখে শহর রক্ষা বাঁধ। এছাড়া রাস্তাঘাটসহ বাসাবাড়িতে বালু ছড়িয়ে পড়ায় বয়স্ক ও শিশুরা আক্রান্ত হচ্ছে নানা রোগে।
জনদুর্ভোগের কথা স্বীকার করেছেন বালু ব্যবসায়ীরাও। রাস্তাঘাট থেকে বালু মহাল সরিয়ে নেয়ার আশ্বাস দিয়েছেন তারা।
অবৈধ ড্রেজার বন্ধসহ বালু মহাল উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
এ ব্যাপারে অবিলম্বে কার্যকর পদক্ষেপের দাবি এলাকাবাসীর।
এসএ/