ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৭ ১৪৩১

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

গুজব প্রতিরোধে ফেসবুক পেজ খুলেছে র‍্যাব

প্রকাশিত : ০১:৫১ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০১:৫১ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমগুলোতে গুজব প্রতিরোধে র‌্যাবের সাইবার নিউজ ভেরিভিকেশন সেন্টার কাজ করবে। এ জন্য র‌্যাবের পক্ষ থেকে একটি ফেসবুক পেজ খোলা হয়েছে। র‌্যাব সদস্যরা সার্বক্ষণিকভাবে এই পেজ মনিটরিং করবেন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব মহাপরিচালক বলেন, নির্বাচনে সহিংসতা প্রতিরোধে র‌্যাবের ১০ হাজার সদস্য মোতায়েন থাকবেন। তাই জনমনে কোনও নিউজ নিয়ে শঙ্কা তৈরি হলে সেটি আমাদের ফেসবুক পেজে দিলে, তাৎক্ষণিকভাবে যাচাই করে সত্য সংবাদটি জানানো হবে।

তিনি বলেন, নির্বাচন কমিশন র‌্যাবকে হেলিকপ্টার ব্যবহারের অনুমতি দিয়েছে। চারটি হেলিকপ্টার ব্যবহার করা হবে। সেনা বাহিনীর দুটি হেলিকপ্টার ঢাকায় সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। দেশের যে কোনও প্রান্তে নাশকতার খবর পাওয়া মাত্রই দ্রুত সেখানে পৌঁছে প্রতিরোধ করা হবে।

এ সময় তিনি আরও বলেন, নির্বাচন কেন্দ্রিক কোনও বাহিনীর পরিচয় দাবি করে কেউ যদি কারও কাছ থেকে টাকা চায় তবে সঙ্গে সঙ্গে র‍্যাবকে জানাবেন।

একে//