ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৭ ১৪৩১

জ্বালানি তেলের দাম সমন্বয়ের সুপারিশ করবে বিপিসি

প্রকাশিত : ০৩:৪৬ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার ও দামের সঙ্গে ভারসাম্য রক্ষায় দাম সমন্বয় (প্রাইজ অ্যাডজাস্ট) ফর্মুলা বাস্তবায়নে সুপারিশ করবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। আসন্ন নির্বাচনের পরই সরকারের কাছে বিপিসি এ সুপারিশ তুলে ধরবে। এতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লে দেশেও বাড়বে, আবার বাইরে কমলে দেশের বাজারের দাম কমবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মতে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এবং দেশীয় বাজারে ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় লোকসান গুনছে বিপিসি। এর মধ্যে ফার্নেস অয়েলে সর্বোচ্চ সাড়ে ১৫ টাকা ৬০ পয়সা ও ডিজেলে ৯ টাকা চার পয়সা পর্যন্ত লোকসান গুনছে রাষ্ট্রায়ত্ত এ প্রতিষ্ঠানটি। এতে গড়ে প্রতিদিন ৩০ কোটি টাকা পর্যন্ত লোকসান গুনছে বিপিসি। কারণ আমদানির চেয়ে বিক্রয় মূল্য অনেক কম। এর জন্য সরকার প্রতি বছর হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে যাচ্ছে, কারণ বিপিসি সরকারের নির্ধারিত দামে ১৩ ধরনের জ্বালানি তেল বিক্রি করছে।

সম্প্রতি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতির চিত্র ও দেশের সার্বিক অর্থনীতির অবস্থা পর্যালোচনা করে বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন পাঠানো হয়। এতে বলা হয়, আগামী বছর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে দেশের সার্বিক অর্থনীতি চাপে পড়বে। এতে তেল আমদানি খরচ বাড়বে। বাড়বে বৈদেশিক মুদ্রার ব্যয়ও। এদিকে বিদেশি মুদ্রার আয় বাড়ানো যাচ্ছে না। ফলে দেশের রিজার্ভের ওপর চাপ বাড়বে। এর প্রভাবে টাকার মান কমে যেতে পারে, যা মূল্যস্ফীতির ওপর চাপ তৈরি করবে। এতে সার্বিকভাবে অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ অবস্থায় অর্থনীতিতে শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয় ওই প্রতিবেদনে। এতে সুপারিশ হিসেবে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের স্থানীয় বাজারে এর দাম সমন্বয় করতে হবে।

জ্বালানি তেল বিক্রিবিষয়ক ওয়েবসাইট ব্লুমবার্গে দর পর্যবেক্ষণ করে দেখা যায়, গত ২০১৭ সালের ২৪ অক্টোবর আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দর ছিল ৫৮ ডলার ১৮ সেন্ট। একই সময় ডব্লিউটিআই ক্রুড প্রতি ব্যারেলের দর ছিল ৫২ ডলার ৪৭ সেন্ট। কিন্তু এক বছরের ব্যবধানে গত সোমবার ব্রেন্ট ক্রুড অয়েল ৬০ দশমিক ৯০ ডলার এবং ডব্লিউটিআই ক্রুড বিক্রি হয় ৫১ দশমিক ৬২ ডলারে, যা গত এক বছরের মধ্য সর্বনিম্ন মূল্য।

আরকে//