ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪,   বৈশাখ ১৭ ১৪৩১

সন্দ্বীপে ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন

প্রকাশিত : ০৩:৫৬ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮ শনিবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের জন্য চট্টগ্রাম ৩ সন্দ্বীপ আসনের ৭৯টি কেন্দ্র ভোটগ্রহণের প্রস্ততি সম্পন্ন করেছে প্রশাসন। শনিবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার, বক্স, সিল, ফরম, প্যাকেটসহ নির্বাচনি সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

সহকারি রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা ৭৯ টি ভোট কেন্দ্রের জন্য ব্যালট পেপার ও বক্স, সিল, ফরম, প্যাকেটসহ সব ধরনের নির্বাচনি সামগ্রী শনিবার সকাল থেকে কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন।
উড়িরচরসহ দূরের ভোট কেন্দ্রগুলোতে যাতে নির্বাচনী সরঞ্জাম দুপুরের মধ্যে পৌঁছে সে ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে একজন করে প্রিজাইডিং অফিসার থাকবেন।
প্রিজাইডিং অফিসারে কাছে এসব নির্বাচন সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হবে। প্রিজাইডিং অফিসাররা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সহায়তায় নির্বাচনী সরঞ্জাম নিয়ে কেন্দ্রে পৌঁছাবেন।’

এদিকে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে সেনা সদস্য, বিপুল সংখ্যাক পুলিশ, নৌ বাহিনী ও কোষ্ট গার্ড মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে উপজেলা জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি ও অভিযান অব্যাহত রয়েছে। বহিরাগত ও সড়ক-মহাসড়ক দিয়ে প্রবেশ ঠেকাতে তল্লাশি ও অভিযান পরিচালনা করছে তারা।

আইনশৃঙ্খলার দায়িত্বে রয়েছেন, এক প্লাটুন র‌্যাব, দুই প্লাটুন বিজিবি, তিন প্লাটুন নৌবাহিনী, চার প্লাটুন কোষ্ট গার্ড দায়িত্ব পালন করছেন। এদের মধ্য প্রতি কেন্দ্রে পুলিশ ৩ জন, আনসার ১৫ জন করে দায়িত্ব পালন করছেন। সাথে রয়েছেন সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রাণী সাহা।

নির্বাচনের সব প্রস্তুতি সম্প্রন্ন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্র ও চরাঞ্চলের কেন্দ্রগুলোর জন্য বিশেষ নজরদারি রাখা হয়েছে। মাঠে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য ছাড়াও নির্বাহী ও জন নির্বাহী বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।’

এই সংসদীয় আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটারদের তারা দিয়েছেন নানা প্রতিশ্রুতি। উৎসবের আমেজের সঙ্গে পরস্পরের প্রতি কমবেশি দোষারোপও করেছেন অনেক প্রার্থী। তবে প্রচারণায় কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এই আসনে ৭৯টি ভোট কেন্দ্রে রয়েছে। এবার চারটি আসনে ভোটাররা তাদের ভোটারধিকার প্রয়োগ করবেন।

উল্লেখ্য, চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ দুই হাজার ৬৩৫ জন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ৪৮০ জন, নারী ১ লাখ দুই হাজার ১৩৫ জন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে মাহফুজুর রহমান মিতা, ধানের শীষ মোস্তফা কামাল পাশা, ইসলামি শাসনতন্ত্র আন্দোলন প্রার্থী মাওলানা মুনসুরুল হক, ন্যাশনাল পিপলস পার্টি অধ্যক্ষ মোকতাদের আজাদ খান, কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী সেলিম উদ্দীন হায়দার।

আরকে//