ঢাকা, বুধবার   ২২ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

একাদশ জাতীয় নির্বাচন

আজ সারা দেশে সাধারণ ছুটি

প্রকাশিত : ০৭:০২ এএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রবিবার | আপডেট: ১০:৫৬ এএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রবিবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে আজ (রোববার) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। অর্থাৎ ভোটের কারণে আজ দেশের সব অফিস-আদালত বন্ধ থাকবে।
এর আগে ২০ ডিসেম্বর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়, নির্বাচন কমিশনের চাহিদা মোতাবেক সারা দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩০ ডিসেম্বর (রোববার) সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থার কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হল।
এর আগে ১৭ ডিসেম্বর নির্বাচন কমিশন ভোট গ্রহণের দিন সাধারণ ছুটি ঘোষণার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়।

এসএ/