ঢাকা, শনিবার   ২৩ আগস্ট ২০২৫,   ভাদ্র ৮ ১৪৩২

যে কেন্দ্রে ভোট দেবেন সিইসি কেএম নূরুল হুদা

প্রকাশিত : ০৭:১৯ এএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রবিবার | আপডেট: ০৯:১১ এএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রবিবার

আর অল্প সময়ের মধ্যেই শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। আজ রবিবার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য এই নির্বাচনে রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরের ৬-এ রোডে অবস্থিত আইইএস স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
বিষিয়টি নিশ্চিত করে শনিবার সিইসির একান্ত সচিব একেএম মাজহারুল ইসলাম বলেন, সিইসি কেএম নূরুল হুদা সকাল ১০টায় নির্বাচন ভবন থেকে বেরিয়ে উত্তরার ৫ নম্বর সেক্টরের ৬-এ রোডে অবস্থিত আইইএস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।
সিইসি নূরুল হুদা ওই কেন্দ্রে ভোট দেওয়ার পর কয়েকটি কেন্দ্র পরিদর্শন করবেন বলেও জানান তিনি।

এসএ/