ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫,   আষাঢ় ২২ ১৪৩২

ভোট শান্তিপূর্ণ হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১০:৫৩ এএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রবিবার | আপডেট: ১২:৫৭ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রবিবার

সারাদেশে অত্যান্ত সুন্দর পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন।

রোববার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন। ঢাকা-১২ আসনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমার জানা মতে, সারাদেশে এখনও পর্যন্ত শান্তিপূর্ণ ভোট হচ্ছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর আসেনি।

তিনি বলেন, আমি ১০ বছর এখানে সংসদ সদস্য ছিলাম, আছি। মানুষের সঙ্গে ছিলাম। আশা করছি তারা আমাকে ভোট দেবে। জয় সুনিশ্চিত।

একে//