ঢাকা, বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ২ ১৪৩২

নোয়াখালীতে ভোট দিয়েছেন ওবায়দুল কাদের

প্রকাশিত : ১২:২১ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রবিবার | আপডেট: ০১:৪৬ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রবিবার

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ সকাল ৮ টা ৪৫ মিনিটে তার নিজ কেন্দ্র কোস্পানীগঞ্জ উপজেলার উদয়ন প্রি ক্যাডেট একাডেমীতে ভোট দিয়েছেন।
ওবায়দুল কাদের এসময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হবে। প্রচন্ড শীত উপেক্ষা করে ভোটাররা কেন্দ্রে এসে ভোট দিচ্ছে। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া প্রতিটি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে।
‘আমার নির্বাচনী এলাকায় জনগণ যে রায় দেয় তা মেনে নেব, শেখ হাসিনার নেতৃত্বে মহাজোটের বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী’ বলেও উল্লেখ করেন তিনি।
এসএ/