ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৪ ১৪৩১

সবকিছুই ইসির নিয়ন্ত্রণে আছে : সিইসি

প্রকাশিত : ১২:৫১ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রবিবার | আপডেট: ০১:০৫ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রবিবার

(ফাইল ফটো)

(ফাইল ফটো)

কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদেশে শান্তপূর্ণভাবে ভোট হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। তিনি বলেন, সবকিছুই ইসির নিয়ন্ত্রণে আছে।

রোববার বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরা ৫ নম্বর সেক্টরের আইইএস স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে ভোট দেওয়া শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এ সব কথা বলেন।

সিইসি বলেন, চট্টগ্রাম, নোয়াখালীসহ বিভিন্ন স্থানে ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনার কথা শুনেছি। এ ঘটনাগুলো ঢাকায় বসে নিয়ন্ত্রণ করা সম্ভর নয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে, সংশ্লিষ্ট কেন্দ্রে ভোট বন্ধ থাকবে।

এই ১৬নং কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ডা. শহীদুল ইসলাম জানান, এখানে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। সবাই নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছেন। ভোটারের উপস্থিতিও ভালো। তবে শুরু থেকেই এ কেন্দ্রে বিএনপির কোনও এজেন্ট আসেনি।

একে//