ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪,   বৈশাখ ১৮ ১৪৩১

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবী

প্রকাশিত : ০৭:৩৯ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ০৬:৫৬ পিএম, ২৮ মার্চ ২০১৭ মঙ্গলবার

দ্রুত সময়ের মধ্যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবী জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০ দলীয় জোটের শরীক জাগপা আয়োজিত গনতন্ত্র পুনরুদ্ধার শীর্ষক আলোচনায় মির্জা ফখরুল বলেন, বিএনপির দাবি মধ্যবর্তী নয়, দ্রুততম সময়ে নির্বাচন। তিনি বলেন, সার্চ কমিটির মাধ্যেমে নয়, জনগনের মতমতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করতে হবে। বিএনপি মহাসচিবের অভিযোগ, আওয়ামী লীগ গনতন্ত্রে বিশ্বাস করে না। ক্ষমতা দীর্ঘ স্থায়ী করতে একদলীয় শাসন কায়েম করতে বিএনপিকে ধ্বংস করার পায়তারা করছে বলে মন্তব্য করেন তিনি।