ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

ফলাফল প্রত্যাখ্যান, ফের ভোট চায় ঐক্যফ্রন্ট

প্রকাশিত : ০৮:৫৭ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রবিবার | আপডেট: ১০:২১ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রবিবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনমূলক উল্লেখ করে এই নির্বাচন বাতিল চেয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। আজ রোববার বেইলি রোডে ড. কামাল হোসেনের বাসায় রোববার (৩০ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।    

ড. কামাল, সারাদেশে জাতীয় ঐক্যফ্রন্টের শতাধিক প্রার্থী ভোট বর্জন করেছে। আমরা ফলাফল প্রত্যাখ্যান করছি এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট দেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি দাবি জানাচ্ছি। তিনি বলেন, আমার আমাদের দলের সঙ্গে আলোচনা সমলোচনা করে নতুন করে কর্মসূচি নির্ধারণ করা হবে।

ঐক্যফ্রন্টের কোনো প্রার্থী বিজয়ী হলে তাদের ফলাফল মেনে নেবেন কি না, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা এই নির্বাচনকেই বর্জন করেছি।

এ ছাড়াও দলীয় সরকারের অধিনে কখনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না, উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এবারের নির্বাচনে প্রমাণিত হয়েছে, দলীয় সরকারের অধিনে নয়, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধিনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব।

 টিআর/