ঢাকা, রবিবার   ১২ মে ২০২৪,   বৈশাখ ২৮ ১৪৩১

‘বিএনপি এখন মুসলিম লীগের পথে’

প্রকাশিত : ০৭:৩১ এএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার | আপডেট: ০৮:৪৮ এএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার

ভাটের মাঠে নিয়ন্ত্রণ হারিয়ে বিএনপি মুসলিম লীগের পরিণতির দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রোববার রাতে নির্বাচনের ফল নিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি ১৯৭০ সালের নির্বাচনের প্রসঙ্গ টানেন।

জাতীয় ঐক্যফ্রন্ট গড়েও বিএনপির নির্বাচনে ভরাডুবির জন্য দলটির কর্মীদের অনাস্থাকেই দায়ী করেছেন হাসানুল হক ইনু।

তিনি বলেন, “৭০ সালের নির্বাচনে মুসলিম লীগ বড় দল হওয়ার পরও তার মাঠ পর্যায়ের কর্মীদের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। কর্মীরা পক্ষ ত্যাগ করে জাতীয়তাবাদী সংগ্রামের পক্ষ নিয়েছিল এবং এভাবেই মুসলিম লীগের যুগের অবসান ঘটেছিল।”

ইনু বলেন“এই নির্বাচনেও বিএনপি-জামাত অশান্তির রাজনীতি, মনোনয়ন বাণিজ্যের রাজনীতি করেছে। ফলে মাঠ পর্যায়ের কর্মীদের উপর নিয়ন্ত্রণটা তারা রাখতে পারেনি, কর্মীদের অনাস্থার সম্মুখীন হয়েছে। বিএনপি-জামাতের কর্মীরা পক্ষ ত্যাগ করেছে এবং মহাজোটের কর্মীদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে কাজ করেছে।”

এমএইচ/