ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪,   বৈশাখ ২২ ১৪৩১

কমরেড মণি সিংহের মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত : ০৮:৪২ এএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার | আপডেট: ১০:৪৮ এএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

সিপিবির অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কমরেড মণি সিংহের ২৮তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। ১৯৯০ সালের এ দিনে মৃত্যু হয় তার।
উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম স্থপতি কমরেড মণি সিংহের জন্ম ১৯০১ সালে। ১৯২৫ সালে মার্ক্সবাদ-লেনিনবাদকে আদর্শ হিসেবে গ্রহণ করেন তিনি। ১৯২৮ সাল থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সক্রিয় কর্মী হিসেবে কাজ শুরু করেন।
১৯৪৭ সালে দেশ বিভাগের পর রাজনৈতিক কর্মী হিসেবে বিভিন্ন আন্দোলনে জড়িত থাকায় বেশ কয়েকবার জেলে যেতে হয়েছে তাকে। ১৯৫১ সালে প্রথমবারের মতো কমিউনিস্ট পার্টির প্রধান নিযুক্ত হন তিনি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে তাকে অস্থায়ী প্রবাসী সরকারের উপদেষ্টা করা হয়। শ্রমজীবী মানুষের অধিকার আদায় ও শোষণমুক্ত সমাজের আদর্শ প্রতিষ্ঠার সংগ্রামেও অগ্রগামী ছিলেন তিনি।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক শাহ আলম বিবৃতিতে কমরেড মণি সিংহের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
এসএ/