ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫,   আষাঢ় ২২ ১৪৩২

ঢাকা বিভাগে কোনও জয় নেই ঐক্যফ্রন্টের

প্রকাশিত : ১২:২৬ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা বিভাগের ৭০টি আসনের ৬৯ টিতে জিতেছেন মহাজোটের প্রার্থীরা।

এর মধ্যে আওয়ামী লীগ ৬৩টি, জাতীয় পার্টি ৫টি ও বিকল্প ধারা ১টি আসন পেয়েছে। একটি আসনে জিতেছেন স্বতন্ত্র প্রার্থী, তিনিও আবার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।

গোপালগঞ্জ-৩ আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল রোববার দিনভর শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা। একের পর এক আসতে থাকে ফলাফল। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ঢাকা বিভাগের প্রায় সবকটি আসনে জয় পেয়েছে মহাজোটের প্রার্থীরা।

গোপালগঞ্জ-৩ আসনে ২ লাখ ২৯ হাজার ৫৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির এহসান জিলানী পেয়েছেন মাত্র ১২৩ ভোট।

গোপালগঞ্জ-২ আসনে ২লাখ ৮১ হাজার ৯০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের শেখ ফজলূল করিম সেলিম। গোপালগঞ্জ-১ আসনে ৩লাখ ৩হাজার ১৬২ ভোট পেয়ে জয়ী হয়েছেন মুহাম্মদ ফারুক খান।

কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। কিশোরগঞ্জ-২ এ সাবেক আইজিপি নূর মোহাম্মদ, কিশোরগঞ্চ-৪ এ একই দলের রেজোয়ান আহমেদ তৌফিক, কিশোরগঞ্জ-৬ নাজমুল হাসান পাপন ও কিশোরগঞ্জ-৩ এ জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু জয়ী হয়েছেন।

ঢাকা-১১ আসনে আওয়ামী লীগের প্রার্থী একেএম রহমত উল্লাহ, ঢাকা-৮ আসনে মহাজোটের রাশেদ খান মেনন, ঢাকা-১৬ আওয়ামী লীগের ইলিয়াস উদ্দিন মোল্লা, ঢাকা ১৮ সাহারা খাতুন, ঢাকা-১০ শেখ ফজলে নুর তাপস, ঢাকা-৭ হাজী মোহাম্মদ সেলিম, ঢাকা-৯ সাবের হোসের চৌধুরী, ঢাকা-১৩ আওয়ামী লীগের সাদেক খান ও ঢাকা-১৭ আসনে আকবর হোসেন পাঠান ফারুক জয়লাভ করেছেন।

ঢাকা-৫ আসনে হাবিবুর রহমান মোল্লা, ঢাকা-১২ আসাদুজ্জামান খান কামাল, ঢাকা- ১৫ কামাল আহমেদ মজুমদার, ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের মো. আসলামুল হক নৌকা প্রতীকে জয়লাভ করেছেন। ঢাকা-৬ মহাজোটের কাজী ফিরোজ রশীদ, ঢাকা-৪ সৈয়দ আবু হোসেন বাবলা লাঙ্গল প্রতীকে জয়ী হয়েছেন।

ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের মঞ্জুর হোসেন বুলবুল, ফরিদপুর-২ সৈয়দা সাজেদা চৌধুরী, ফরিদপুর-৩ আসনে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনস ও ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন জিতেছেন। রাজবাড়ী-১ আসনে আওয়ামী লীগের কাজী কেরামত আলী, রাজবাড়ী-২ মোঃ জিল্লুল হাকিম, মাদারীপুর-১ নূর-ই-আলম লিটন চৌধুরী মাদারীপুর-২ শাজাহান খান ও মাদারীপুর-৩ ড. আব্দুস সোবাহান গোলাপ নৌকা মার্কায় জয় পেয়েছেন।

শরীয়তপুর-১ আসনে আওয়ামী লীগের ইকবাল হোসেন, শরীয়তপুর-২ একেএম এনামূল হক শামীম, শরীয়তপুর-৩ নাহিম রাজ্জাক, নারায়ণগঞ্জ-৪ আওয়ামী লীগের শামীম ওসমান, নারায়ণগঞ্জ-১ গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ নজরুল ইসলাম বাবু এবং লাঙল প্রতীকে নারায়ণগঞ্জ-৩ লিয়াকত হোসেন খোকা ও নারায়ণগঞ্জ-৫ এ সেলিম ওসমান নির্বাচিত হয়েছেন।

নরসিংদী আসনে-০১ নজরুল ইসলাম বীরপ্রতীক, নরসিংদী-০২ ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, নরসিংদী-০৩ মো. জহিরুল হক ভূঞা মোহন, নরসিংদী-০৪ এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, নরসিংদী-০৫ আসনে মো. রাজিউদ্দিন আহমেদ রাজু নৌকা প্রতীকে জয়লাভ করেছেন।

মুন্সীগঞ্জ-১ আসনে নৌকা প্রতীকে মহাজোটের প্রার্থী বিকল্প ধারার মাহী বি. চৌধুরী, মুন্সীগঞ্জ-২ এ আওয়ামী লীগের সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ-৩ এ অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, টাঙ্গাইল-৭ এ মোহাম্মদ একাব্বর হোসেন; টাঙ্গাইল-১ ড. মো. আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল-২ তানভীর হাসান ছোট মনির; টাঙ্গাইল-৩ আতাউর রহমান খান ও টাঙ্গাইল-৮ আসনে জোয়াহেরুল ইসলাম নৌকা প্রতীকে জয়ী হয়েছেন।

একে//