ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫,   আষাঢ় ২৩ ১৪৩২

ময়মনসিংহ বিভাগে কোনও আসনই পায়নি বিএনপি

প্রকাশিত : ০২:৪৬ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার

ময়মনসিংহ বিভাগে কোনও আসনই পায়নি বিএনপি। ২৪টি আসনের মধ্যে ২২টি আওয়ামী লীগ এবং বাকি দুটিতে জিতেছেন জাতীয় পার্টির প্রার্থীরা।

হেভিওয়েট প্রার্থীদের মধ্যে জিতেছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবং কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

ময়মনসিংহের ১১টি আসনের ৯টি পেয়েছে আওয়ামী লীগ। জাতীয় পার্টি পেয়েছে ২টি আসন। বেসরকারিভাবে জয়ী হয়েছেন জাতীয় পার্টির রওশন এরশাদ। জয় পেয়েছেন আওয়ামী লীগের জুয়েল আরেং ও ফাহমি গোলন্দাজ বাবেল। শেরপুর-২ আসনে বড় জয় পেয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

জামালপুর থেকে জয় পেয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবুল কালাম আজাদ, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম।

নেত্রকোণা থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মানু মজুমদার, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।

ভিডিও: