ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫,   আষাঢ় ১৭ ১৪৩২

ফারুক হত্যা মামলায় আরও দুই আসামীর জামিন আবেদন নামঞ্জুর

প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ০৬:৫১ পিএম, ২৮ মার্চ ২০১৭ মঙ্গলবার

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় আরও দুই আসামীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার সকালে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে তারা আত্মসর্মপণ করে জামিন আবেদন করেন। পরে আদালতের বিচারক আবুল মনসুর মিয়া তাদের জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামীরা হলো, টাঙ্গাইল শহর আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান মাসুদ এবং জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা নাসির উদ্দিন নুরু। ফারুক হত্যা মামলায় গত ১৮ সেপ্টেম্বর টাঙ্গাইল-৩ আসনের সাসংদ আমানুর রহমান খান রানার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।