এবার সহিংসতার হার কম: মানবাধিকার কমিশন
প্রকাশিত : ০৪:৫৭ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৭:৩২ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

অন্য যে কোনো নির্বাচনের চেয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতার কম হয়েছে বলে জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। তিনি বলেন, ১৯৯১ সাল থেকে এ পর্যন্ত যত নির্বাচন হয়েছে সেগুলোর তুলনায় এবার সহিংসতার হার কম। তাই দলীয় সরকারের অধীনেও অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন সম্ভব।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় মানবাধিকার কমিশনের কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
কাজী রিয়াজুল হক বলেন, সহিংসতায় যারা মারা গেছেন আমরা তাদের বিষয়ে খোঁজখবর নিচ্ছি। নির্বাচন কমিশনকে চিঠি দিবো। তারা এসব বিষয়ে কী ব্যবস্থা গ্রহণ করে তাও জানবো। আমরা কমিশনের পক্ষ থেকেও তদন্ত করবো।
এবার নির্বাচনে জয়-পরাজয়ে ভোটের ব্যবধান খুব বেশি হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, এর কারণ আমি বলতে পারবো না, তবে এতো ভোটের ব্যবধান কেন হলো, এটা নিয়ে একটা গবেষণা হতে পারে।
টিআর/