ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫,   আষাঢ় ২৩ ১৪৩২

শেখ হাসিনাকে সৌদি বাদশা ও কাতারের আমিরের অভিনন্দন

প্রকাশিত : ০৬:৪৫ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৯:০৯ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সৌদি বাদশা সালমান বিন আবদুল-আজিজ আল সৌদ ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।     

এছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ কথা জানানো হয়।     

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৯টি আসন পেয়ে ইতিহাস গড়েছে আওয়ামী লীগ। এ জয়ের মধ্যে দিয়ে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়ে আগামী পাঁচ বছর দেশ পরিচালনার দায়িত্বগ্রহণ করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

এসি