ঢাকা, মঙ্গলবার   ০৬ মে ২০২৫,   বৈশাখ ২৩ ১৪৩২

নিবন্ধন শুরু ৩৩তম জাতীয় কবিতা উত্সবের

প্রকাশিত : ০৯:৩০ এএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

আগামী ১ ও ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় কবিতা উৎসব। বাংলা ভাষাভাষী কবি ও কবিতা অনুরাগীদের প্রাণের এ মেলার উৎসবপূর্ব কর্মসূচি শুরু হয়েছে। এ লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি, ২য় তলা) উৎসব দফতরে নিবন্ধন শুরু হয়েছে।

১ জানুয়ারি থেকে শুরু হয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৯টা নিবন্ধন চলবে। এবারের নিবন্ধন ফি ৩০০ টাকা (ঢাকা মহানগরীর কবিদের জন্য), ২০০ টাকা (ঢাকা মহানগরী ব্যতীত সারা দেশের কবিদের জন্য)।

জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি ড. মুহাম্মদ সামাদ ও সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত সারা দেশের কবিদের উৎসবে অংশগ্রহণ ও নিবন্ধনের জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।

এসএ/