নোয়াখালীতে গৃহবধূকে গণধর্ষণ
মূল নির্দেশদাতা ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২
প্রকাশিত : ১০:২৫ এএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ১১:২৪ এএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

নোয়াখালীর সুবর্ণচরে ভোটের রাতে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় মূল নির্দেশদাতা ইউপি সদস্য রুহুল আমিনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বুধবার দিবাগত গভীর রাতে নোয়াখালী সদর ও সেনবাগ উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রুহুল আমিন (৩৩) সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও মামলার ৫ নং আসামি বেচু (২৮) ব্যাগা গ্রামের আবু কাশেমের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, রাতে পুলিশের দুটি দল জেলার সদর উপজেলার উত্তর ওয়াপদার একটি বাড়িতে অভিযান চালিয়ে রুহুল আমিন ও সেনবাগ উপজেলার খাজুরিয়া এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারে ৫ নম্বর আসামি বেচুকে গ্রেপ্তার করেছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এসএ/