ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

রাখাইনে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে বাস্তুচ্যুত ২৫০০

প্রকাশিত : ০১:২২ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০৪:৩৩ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

গতবছর মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে প্রাণ বাচাঁতে বাংলাদেশে আশ্রয় নেন ৭ লাখ রোহিঙ্গা। এবছর শুরুতেই বৌদ্ধদের ওপর সেনা অভিযান চালিয়েছে মিয়ানমার, জীবন বাচাঁতে দেশ ছেড়েছে ২৫০০ মানুষ।

সংশ্লিষ্ট কর্মকর্তা ও জাতিসংঘ বলেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানের মুখে ২, ৫০০ মানুষ তাদের বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। গত বছর এ রাজ্যে মিয়ানমারের সেনা অভিযানের মুখে ৭ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।

সম্প্রতি রাখাইনে বৌদ্ধ ধর্মাবলম্বী একটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে মিয়ানমারের সেনাবাহিনীর সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। সংখ্যালঘুদের জন্য আরও স্বায়ত্তশাসনের জন্য লড়াই করছেন এ গোষ্ঠী। এই সংঘর্ষের মধ্যে প্রাণ বাঁচাতে ঘর-বাড়ি ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ।

জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বুধবার বলেছেন, ডিসেম্বরের শুরুর দিক থেকে প্রায় আড়াই হাজার মানুষ বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছে।

সূত্র: আলজাজিরা

টিআর/