ঢাকা, শুক্রবার   ২২ আগস্ট ২০২৫,   ভাদ্র ৬ ১৪৩২

ইসলামবাগে পলিথিন কারখানায় আগুন

প্রকাশিত : ০২:৩২ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগে পলিথিন কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। এ সংবাদ লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। প্বার্শবর্তী আরও কয়েকটি কারখানায় আগুন ছড়িয়ে পড়ছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

তিনি জানান, আগুনের সূত্রপাতের বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করেছেন কারখানার শ্রমিকরা।
এসএ/