ঢাকা, সোমবার   ১৩ মে ২০২৪,   বৈশাখ ২৯ ১৪৩১

বিমানের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

প্রকাশিত : ০৮:৫৮ এএম, ৪ জানুয়ারি ২০১৯ শুক্রবার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার মাত্র কয়েকদিন পর ৪ জানুয়ারি যাত্রা শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

শুরুরদিকে প্রতিষ্ঠানটির নাম ছিল অ্যারো বাংলা ইন্টারন্যাশনাল। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নাম দেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বঙ্গবন্ধুর নির্দেশেই প্রখ্যাত শিল্পী কামরুল হাসান বিমানের লোগো ডিজাইন করেন।

বর্তমানে বিমানের ডিজাইন হিসেবে ব্যবহূত ‘বলাকা’ লোগোটির ডিজাইন করেন কামরুল হাসান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী রোববার বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিমানের ডিজিএম জনসংযোগ শাকিল মেরাজ জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। তবে ছুটির দিন থাকায় এ উপলক্ষে রোববার বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এসএ/