ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

কমনওয়েলথভুক্ত দেশগুলোতে আয়োজন করা হচ্ছে ‘রোড শো’- স্পীকার ড. শিরীন শারমিন

প্রকাশিত : ০৭:৫৪ পিএম, ২ মার্চ ২০১৬ বুধবার | আপডেট: ০৭:৫৪ পিএম, ২ মার্চ ২০১৬ বুধবার

spekrজাতীয় সংসদের কার্যক্রম, গণতন্ত্র, আইনের শাসন, মৌলিক মানবাধিকার যুব সমাজকে জানাতে কমনওয়েলথভুক্ত দেশগুলোতে আয়োজন করা হচ্ছে ‘রোড শো’ বলে জানিয়েছেন সিপিএ চেয়ারম্যান ও  স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। বুধবার দুপুরে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন স্পীকার জানান, রাজধানীর বিভিন্ন বিদ্যালয়-মহাবিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে সিপিএ ‘রোড শো’। তিনি বলেন,এই‘ রোড শো’ দেশের যুব সমাজকে গনতন্ত্র, আইন, সুশাষন সম্পর্কে সচেতন হতে সহযোগিতা করবে। ‘রোড শো’তে অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও জানান, এই অনুষ্ঠানের  মাধ্যেমে, সংবিধান সম্পর্কে জেনে  নিজেদের সমৃদ্ধ করতে পারা বড় পাওয়া তাদের কাছে।