ঢাকা, সোমবার   ২৫ আগস্ট ২০২৫,   ভাদ্র ৯ ১৪৩২

আইসিইউ থেকে কেবিনে হাসানুল হক ইনু

প্রকাশিত : ০৯:৫১ এএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

বুকে ব্যাথা অনুভব করায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের আইসিইউ তে ভর্তি হয়েছে।
সোমবার দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। প্রথমে তাকে কয়েক ঘণ্টা আইসিইউতে রাখার পরে কেবিনে স্থানান্তর করা হয় বলে জানা যায়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ আসনে হাসানুল হক ইনু জয়ী হন। তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল তথা জাসদের একাংশের নেতা। তিনি আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম নেতা। তিনি এর আগে তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এসএ/